World Photography Day 2025

বিশ্ব আলোকচিত্র দিবসে, বাংলাদেশের সকল অগ্রজ আলোকচিত্রীদের প্রতি নিবেদন করছি সহস্র শ্রদ্ধা। বাংলাদেশের আলোকচিত্র ভুবনে স্ফুরিত এ সকল নক্ষত্রের আলোয় আজও হেঁটে চলেছি আমাদের এই গলিপথ। সকল আলোকচিত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই বিশেষ দিনে, আলোকচিত্র শিক্ষার্থী হিসেবে স্মরণ করতে চাই আমাদের পথিকৃতদের যাদের কল্যানে আমরা আলোকচিত্র চর্চায় আগ্রহী হয়েছি, পড়তে শিখেছি, ভালোবাসতে শিখেছি। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট-এর শিক্ষার্থীরা প্রকাশ করতে চায় এই সকল নক্ষত্রের প্রভা সমূহ। আমরা লিখেছি আলোকচিত্রের ভাবনা, ছবির আকুতি, আমাদের অভিজ্ঞতা, অনুভূতি এবং অন্যান্য। আমাদের স্বল্প সংগতি ও মেধা দরুন এখনো আড়াল রয়েছেন অনেক পথপদর্শক; ফলে অনেক গুরুত্বপূর্ণ আলোকচিত্র পথিকৃত আজও আমাদের অজানা, ধরা ছোয়ার বাইরে, ধারণের উর্ধ্বে। আমাদের এই অসম্পূর্ণতাকে সাথে নিয়ে আজ আলোকচিত্র দিবসে ভালোবাসা ব্যক্ত করতে চাই আমাদের অগ্রজ আলোকচিত্রীদের প্রতি।