‘রানা প্লাজা হত্যাকাণ্ড
১০ বছর ও তারপর’ প্রদর্শনী
৭ - ১৫ এপ্রিল ২০২৩, দৃক গ্যালারী বেলা ৩টা থেকে ৮ টা

প্রিয় সুধি
রানা প্লাজা ধ্বস ও হাজারো প্রাণ ও স্বপ্ন হত্যার ১০ বছর আসছে ২৪ এপ্রিল। সারা দুনিয়ার ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ দিন।এই দিবস উপলক্ষ্যে মৃতদের স্মরণ এবং জীবিতদের জন্য লড়াইয়ে ডাক উঠেছে। তাই রানা প্লাজার ১০ বছরে দাঁড়িয়ে অতীতের সাথে বর্তমানের যোগসূত্রকে জানা-বোঝার চেষ্টায় আমরা আয়োজন করেছি ‘‘রানা প্লাজা হত্যাকাণ্ড: ১০বছর ও তারপর’’ প্রদর্শনী। সরকার প্রতীক ও তাসলিমা আখতারের কিউরেটিং এবং দৃক-পাঠশালার সহযোগিতায় এটি দৃকপাঠ ভবনে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন, রানা প্লাজার নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার। উপস্থিত থাকবেন-- রূপালী আক্তার,শহিদুল আলম, আনু মুহাম্মদ, অমিতাভ রেজা চৌধুরী, সেউতি সাবুর, সরকার প্রতীক ও তাসলিমা আখতার। প্রদর্শনীর সাথে আলোচনা ও অন্যান্য আয়োজন থাকবে। আপনার সবান্ধব উপস্থিতি কাম্য।


শুভেচ্ছা ও সংহতিসহ
তাসলিমা আখতার। সভা প্রধান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও আলোকচিত্রী

স্থান ও তারিখ: ৭ এপ্রিল শুক্রবার বেলা ৩ টায় ১৬ শুক্রাবাদে দৃকপাঠ ভবনের ২য় তলার দৃক গ্যালারীতে, ১৬ শুক্রাবাদ।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি
যোগাযোগ: ৩০৬-৩০৭ রোজ ভিউ প্লাজা , ১৮৫ বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল ঢাকা-১২০৫। ০১৭১১৫৪৪৫৪৪,০১৮৫৭৫১৫৫৩৪