The exhibition ‘Eti Mohanagar’ featured the works of eight students who are currently studying Bachelor of Photography at Pathshala South Asian Media Institute. The students' works represent the outcome of the workshop 'Visual Politics', a collaboration between Pathshala South Asian Media Institute and RMIT University. Their photographs express different feelings, anxieties, and struggles of Dhaka's people. This exhibition featured ‘Tanaporon’, a performance by Snighdha Sultana and Tarik Rahman Emon. As it relates to people living in Dhaka, it addresses their complex feelings.
A special thank you goes out to Taslima Akhter Lima and Saydia Gulrukh who conducted the workshop. The pop-up exhibition traveled to three places which were TSC, Dhaka University, Rayerbazar, and in DrikPath Bhobon.
Exhibitors/Bachelor of Photography 1st Batch): Snighdha Sultana, Muntasir Ovi, Sabbir Ahmmed, Arshadul Hoque Rocky, Abid Hasan, Tamal Saha, Paddmini Chakma, and Tarik Rahman Emon.
A special thank you goes out to Taslima Akhter Lima and Saydia Gulrukh who conducted the workshop. The pop-up exhibition traveled to three places which were TSC, Dhaka University, Rayerbazar, and in DrikPath Bhobon.
Exhibitors/Bachelor of Photography 1st Batch): Snighdha Sultana, Muntasir Ovi, Sabbir Ahmmed, Arshadul Hoque Rocky, Abid Hasan, Tamal Saha, Paddmini Chakma, and Tarik Rahman Emon.
প্রিয় সুধী,
ঢাকা শহররে সাথে সর্ম্পক ও টানাপোড়েনের গল্প 'ইতি মহানগর' প্রর্দশনী দৃকপাঠ ভবনে আসছে ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২২ । আপনারা জানেন, এটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর এবং রায়ের বাজার বধ্যভূমির বিপরীত লোকালয় ঘুরে এসেছে। অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়, নেপালের ফটো সার্কেল এবং বাংলাদেশের পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটটিউিটের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ২ সপ্তাহ জুড়ে কর্মশালা ‘দৃশ্যের রাজনীতি (ডুয়িং ভিসুয়াল পলিটিক্স: ক্রিয়েটিভ প্র্যাকটিস অ্যাজ সিভিল অ্যাকশন)’ এবং মাস জুড়ে কাজের অংশ এটি। কর্মশালাটি আলোকচিত্র তাত্ত্বিক আরিয়ালা আজুলে ও অ্যালান হিলের ভাবনায় অনুপ্রাণিত । আলোকচিত্রী বা অন্য যে কোন মাধ্যমে কাজ করা শিল্পীদের কাজে 'সমাজের কী আসে যায়?’ এবং ‘কিভাবে স্থানিক গুরুত্ব তৈরি হয়?'-- সে সব প্রশ্নের মুখোমুখি হয়েই অংশগ্রহণকারীরা ছবি, শব্দ, গল্প, ইলাস্ট্রেশন সহ ঢাকার উপর কাজ করে প্রদর্শনীটি সাজিয়েছে। দৃকপাঠ ভবনের দুই দিনের এই আয়োজন দিয়ে শেষ হবে এই ভ্রাম্যমাণ প্রর্দশনীটি। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
২৭ ও ২৮ ডিসেম্বর ২০২২
বেলা ৩ টা থেকে রাত ৮ টা
স্থান: দৃক পাঠভবন, দশ তলা
১৬ শুক্রাবাদ,পান্থপথ, ঢাকা ১২০৭।